মানবাধিকার রক্ষায় গণমুখী কর্মকাণ্ড বাড়াতে হবে

আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৯:১৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর এস.এম. নসরুল কদির বলেছেনআগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকার আসুক না কেন, তাদেরকে রাষ্ট্রীয় সংস্কারের দিকে অধিক মনোযোগী হতে হবে। এবং এ কাজে মানববাধিকার সংগঠনগুলোকে মানবাধিকার রক্ষায় দেশীবিদেশী স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে গণমুখী কর্মকাণ্ড বাড়াতে হবে। তিনি ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইএইচআরসিজি বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএইচআরসিজি বাংলাদেশ’র ভাইস প্রেসিডেন্ট মো: আমির হোসেন খাঁন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে আইএইচআরসিজি বাংলাদেশ’র জেনারেল সেক্রেটারী সৈয়দ মোস্তফা আলম বলেন, মানবাধিকার সংগঠনের নামে বাংলাদেশের কোন জায়গায় চাঁদাবাজি দখলবাজি, মামলাবািী করে জনগণকে হয়রানি করা যাবে না। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আইএইচআরসিজি’র নির্বাহী পরিচালক নুরুল আবসার তৌহিদ মানবাধিকার সংগঠনকে বাংলাদেশে প্রান্তিক জনগণের কাছে পৌছে দেওয়ার জন্য সকল জেলায় সৎ ও যোগ্য মানুষকে সংগঠনের নেতৃত্বে আসার আহ্বান জানান। আইএইচআরসিজি চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মুহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাট, নেত্রী নাহিদা আক্তার নাজু ও চম্পা রানী নন্দীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক মাঈন উদ্দীন আহমদ, সংঠনের নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা তাহেরা শারমীন, সংগঠনের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, সংগঠনের বিভাগীয় নেতা মোঃ আব্দুর রহিম, পটিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, অপকার নির্বাহী পরিচালক মোঃ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক চৌধুরী ওহাব, চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ডা. জামাল উদ্দিন, মোঃ মোশারফ হোসেন, মোঃ মুসলিম উদ্দিন ভূইয়া, জাবেদ চৌধুরী, জান্নাতুল মাওয়া মারুফা, শারমীন সরকার, জোহরা সেলিম, মাসুদা বেগম, মনিরা দিলশাদ তানসি, হাজী নুরুল ইসলাম, তাহেরা মহরম, ফাহমিনা আলম, ইঞ্জি: কাজী মিজান, এনাম হোসেন, মোঃ আলাউদ্দিন, আব্দুল কাদের চৌধুরী, মোঃ ইয়াছিন, মোঃ রাজু চৌধুরী, তৌহিদুল আলম তালুদার, মোঃ ইকরাম, ইব্রাহিম লালন, সঙ্গীত শিল্পী এস.বি সুমি, মোঃ ইমাম উদ্দিন, মোঃ আজহারুল ইসলাম তামিম, শান্ত দে, ফয়জুল হক, আসিফ রোহান, মোঃ ইয়াছিন প্রিন্স, তাহমিনা আক্তার প্রমুখ। ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কেক কেটে এবং অনুষ্ঠান শেষে বিগত কর্মকাণ্ডের উপর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে সনদপত্র বিতরণ করা হয়।

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস বাংলাদেশ ফাউন্ডেশন : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ১০ ডিসেম্বর সকাল থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ‘ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনে’র মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ জাহিদুল করিম কচি। বুধবার সন্ধ্যায় উত্তর পতেঙ্গাস্থ সংগঠনের বিভাগীয় কমিটির অস্থায়ী কার্যালয়ে মানবাধিকার সংগঠক মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে ও সংগঠক মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আলোচক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন মীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী মোঃ আবু হানিফ নিহাদ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সচিব মোহাম্মদ কবির হোসেন, মানবাধিকার সংগঠক ও সাংবাদিক মোঃ শাহরিয়ার সমুন, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মানবাধিকার সংগঠক মোঃ মনিরুল ইসলাম, মোঃ তানভীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,মহিলা নেত্রী শাহনাজ পারভীন, জিয়াউল হক জিয়া, খুলশী থানার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, আকবর শাহ থানার সভাপতি নূর মোহাম্মদ, নবাগত সদস্য মোঃ আনোয়ার হোসেন। এর আগে বুধবার সকাল ৭টায় উত্তর পতেঙ্গাস্থ স্টিল মিলস বাজার এলাকায় মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি এবং সন্ধ্যায় মানবাধিকার সংগঠকদের গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এতে পতেঙ্গা হালিশহর অঞ্চলে মানবাধিকার কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ৫ সদস্য কে ক্রেস্ট ও ১১ জন মেডেল প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশান্তি প্রতিষ্ঠায় সুফিবাদীদের মানবিক ও নীতি দর্শনের প্রসার ঘটাতে হবে
পরবর্তী নিবন্ধ‘বীরাঙ্গনা’ শব্দকে কেন কেউ অনুচ্চার্য রাখতে চায়?