মানবাধিকার ফাউন্ডেশনের রক্তদান কর্মসূচি

| বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:৪২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দিনব্যাপী বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামক স্মরণিকা প্রকাশনা, পণ্য প্রদর্শনী, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‌্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সায়মুল চৌধুরী। ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পর্যবেক্ষণ করেন ডাক্তার শেখ মো. শফিউল আজম। বিকাল ৩টায় অনুষ্ঠিত আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী প্রধান এড. জাফর হায়দার। অহিদ চৌধুরী মুক্তি ও নুর উদ্দিন সাগরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মুসলিম। বিশেষ অতিথি ছিলেন, ক্লিফটন গ্রুপের পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহান উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ আমিনুল হক, খুলশী থানা আওয়ামী লীগ নেতা আবু বক্কর চৌধুরী, নজরুল ইসলাম, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি রোকসানা রলি, আবু হানিফ, যুগ্ম সম্পাদক আবুল হাশেম শাহা, সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসেন, জেলার সাধারণ সম্পাদক জুয়েল, মহানগর সংগঠক মো. ফারুক, মহিউদ্দিন, হোসেন আহমদ চৌধুরী মুরাদ, সোলেমান, মো. টিপু, বিলকিস, তানিয়া ইসলাম ও নিপু হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় মুক্তিযোদ্ধা রুস্তম আলীর নামে সড়কের নামকরণ
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছেন শেখ হাসিনা