মানবাধিকার কর্মী পরিচয়ে কক্সবাজার থেকে ইয়াবা পাচারকালে বাকলিয়া থানাধীন পাকা রাস্তা এলাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব চট্টগ্রামের একটি দল। এ সময় ঐ ব্যক্তির কাছ থেকে ল্যাপটপ, ল্যাপটপের চার্জার ও পাওয়ার ব্যাংকের ভিতরে লুকিয়ে বহন করা ১০ লাখ ৮৯ হাজার টাকার ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, র্যাব–চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কঙবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৩ জানুয়ারি রাত ১০ টা ৫০ মিনিটে র্যাব–৭, চট্টগ্রামের একটি দল নগরীর বাকলিয়া থানাধীন এলাকায় পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি যাত্রীবাহী বাসকে তল্লাশি করে মো. নাছিবুর রহমান (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত নাছিবুর রহমান ফরিদপুর জেলার গোয়াল চামুর গ্রামের মৃত শফিউদ্দিনের পুত্র। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা ট্রলিব্যাগের ভিতরে ল্যাপটপ, ল্যাপটপের চার্জার ও পাওয়ার ব্যাংকের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মানবাধিকার কর্মী পরিচয়ের আড়ালে ল্যাপটপ, ল্যাপটপের চার্জার ও পাওয়ার ব্যাংকের ভিতরে বিশেষ কৌশলে কঙবাজার থেকে ইয়াবা আনায়ন করে পরবর্তীতে তা ঢাকা, চট্টগ্রাম ও কঙবাজারসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ লক্ষ ৮৯ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।












