মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক মহলের আচরণ পক্ষপাতমূলক

কম্বাইন্ড হিউম্যান রাইটসের সভায় বক্তারা

| শনিবার , ১ জুন, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

কম্বাইন্ড হিউম্যান রাইটস্‌ ওয়ার্ল্ডের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে আলোচনা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে গতকাল শুক্রবার সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়ার সঞ্চায়নায় প্রধান আলোচক ছিলেন, চবি উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী।

উদ্বোধক ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস্‌ ওয়ার্ল্ডের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীসংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম এ সোহেল আহমেদ মৃধা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চবি বাংলা বিভাগের অধ্যাপক ড. আনোয়ার সাঈদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. আবুল হাশেম, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সিনিয়র সহসভাপতি জাকের হোসেন চৌধুরী বাচ্চু, মাস্টার জসিম উদ্দিন, লিয়াকত হোসেন, কামাল উদ্দিন, মোহাম্মদ ইয়াসিন, এম নুরুল হুদা চৌধুরী, অ্যাড. রফিকুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, আবু তাহের, নুরুল আলম জুয়েল, আবদুস সালাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মানবাধিকারের ইস্যুতে আন্তর্জাতিক মহল পক্ষপাতিত্ব করছে। মানবাধিকার ক্ষেত্রে আন্তর্জাতিক মহল বৈষ্যমমূলক আচরণ করছেন। ইসরায়েল কর্তৃক ফিলিস্তানিদের প্রতিনিয়ত নির্বিচারে হত্যা করে চলেছে। এ ব্যাপারে বিশ্ব মোড়লরা কথা বলছে না। গণতন্ত্রের নামে মানুষ হত্যা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাক্রেডিটেশন কাউন্সিলে ৬টি প্রোগ্রামের স্বীকৃতির আবেদন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাব সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু