মানবসেবায় কাজ করছে মাইজভাণ্ডারী ট্রাস্ট

বার্ষিক সাধারণ সভায় সাইফুদ্দীন হাসানী

| রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্‌-হাসানী বলেছেন, দ্বীনি খেদমত ও মানবসেবায় কাজ করার মধ্যে অসীম আনন্দ পাওয়া যায়। অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিত্তবানরা এগিয়ে এসে মানবিক দায়িত্ব পালন করতে পারে। তিনি বলেন, নানাভাবে অসহায় দুস্থ মানুষের সেবাসহ দেশব্যাপী দ্বীনি কর্মকান্ডের স্বাক্ষর রাখছে সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্ট। তিনি সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে রাখছিলেন একথা বলেন। গত ২৭ ফেব্রুয়ারি মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত সভার প্রতিবেদন তুলে ধরেন ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের কার্যকরী পরিষদের সদস্য সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্‌-হাসানী, কার্যকরী সভাপতি সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, সিনিয়র সহসভাপতি সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন। আলোচনায় অংশ্য নেন অ্যাডভোকেট মোহাম্মদ ওয়াজ উদ্দীন মিয়া, মোহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী, কবির চৌধুরী, কাজী মুহাম্মদ শহীদুল্লাহ, শাহ্‌ মোহাম্মদ ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেনী নদীতে ডুবে কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধআধুনিক শিক্ষা ও গবেষণায় অধিক মনোযোগী হতে হবে : নওফেল