মানবসেবায় এগিয়ে আসার আহ্বান

বিভিন্নস্থানে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি খলিফা পাড়া : গাউসিয়া কমিটি বাংলাদেশ, খলিফা পাড়া ইউনিট শাখা এবং ইসলামী তরুণ পরিষদের উদ্যোগে মাহে রমজানুল মোবারকের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও অসহায় দুস্থদের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান কমিটির সভাপতি মুহাম্মদ নুরুল হক মানিকের সভাপতিত্বে এবং সমন্বয়ক এমজে মামুনের সঞ্চালনায় খলিফা পাড়া শফি মুন্সি জামে মসজিদ ময়দানে গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ৪নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন ডুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এয়াকুব সুনিক। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ।
নবীন মেলা : নবীন মেলার উদ্যোগে মেলার মিলনায়তনে দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের প্রথম দিন অতিবাহিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথ, সাইফুল আলম বাপ্পী, হারুন রশিদ, ডা. পারভেজ ইকবাল শরীফ, অধ্যাপক কাউছার আকতার, দাতা সদস্য রিয়াজ আরেফিন ও নুরুল হুদা, ইমরান হোসেন জুয়েলসহ অন্যান্য সদস্য ও কর্মকর্তাবৃন্দ।
কসমোপলিটান লায়ন্স ক্লাব : চট্টগ্রাম কসমোপলিটান লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আনোয়ারা জাকারিয়া আঞ্জুমান মুহফিদুল ইসলাম এতিম খানার শিক্ষার্থীদের মাঝে শুক্রবার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন লায়ন্স জেলার ১ম ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আশীষ ভট্টাচার্য, জোন চেয়ারপার্সন লায়ন মো. হাকিম আলী, জোন চেয়ারপার্সন লায়ন জানে আলম, ক্লাব সভাপতি লায়ন শহীদুল মোস্তফা চৌধুরী মিজান, সহ-সভাপতি লায়ন এম এইচ শাহ বেলাল, লায়ন ইঞ্জি. মো. নাঈম সারওয়ার জিতু, লায়ন মুছা সিকদার, লায়ন আব্দুল্লাহ আল নোমান, লায়ন দেলায়ার হোসেন, লায়ন রিজভী তানিম রহমান, লায়ন আলিন দে, লায়ন সুমন গুহ, জয় চক্রবর্তী, লিও ক্লাব সভাপতি লিও অর্চি দাশ, সচিব লিও আদৃতা প্রজ্ঞা, কোষাধ্যক্ষ লিও শেখ নাঈমুর রহমান, জয়েন্ট সেক্রেটারি লিও শিহাব উদ্দিন, রাকিন, ঝলক, ইয়াসিন, বাবু প্রমুখ।
রিচ ক্লাব : মাহে রমজান উপলক্ষে নগরীর ২ নম্বর গেট হতে কাজীর দেউরী পর্যন্ত অসংখ্য ভাসমান ক্ষুদে ব্যবসায়ী এবং অসহায় দুস্ত মানুষদের ইফতার সামগ্রী উপহার দেন রিচ ক্লাব সংগঠন। চেয়ারম্যান রুদমিল শারিন শাহ্‌ এর দিক নির্দেশনায় নগরীর বিভিন্ন স্থানে কাজ করে গেছেন ইউনিট ১ এর আতিয়া সানজিদা, রোহান, মিনহাজ, তাকবির, উর্মি, রাসেল, ফাতিমা, সুমাইয়া, জাকিয়া, জান্নাতুল মুনতাহা, নিবির, ইফতি, সাকিব, হিমেল, আনিকা, সামিরা, আব্দুল্লাহ ইমরান, রাইনা, সাইমন, কারিমুল, আফ্রাজিম। আরও উপস্থিত ছিলেন সাইফুল, নূর কাইয়েস, ক্যাডেট মনির, ক্যাডেট জিহাদ এবং তাহের। সার্বিক সহযোগিতা করেছেন মাহাদী হক।
হাজী ইসহাক ফাউন্ডেশন : ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম ৩১ মার্চ হাজী ইসহাক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী বাবলেুর সৌজন্যে ২০০ জন মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এ ইউনিট আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, ফারুক আল ফয়সাল, অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ নাওশাদ, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ ওয়াহিদ, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ মুন্না, আবদুল্লাহ আল আহসান হিমেল, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ আহাদ, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ জিশান, মোহাম্মদ রাতুল প্রমুখ।
আব্দুল মাবুদ সওদাগর হাট দোকান ব্যবসায়ী সমিতি : পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে এলাকার অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী বিতরণ করেছেন আব্দুল মাবুদ সওদাগর হাট (প্রকাশ ঈশান মিস্ত্রীর হাট) দোকান ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ব্যবসায়ী হাজী মোহাম্মদ হোসেন। গতকাল সকালে তার নিজ বাড়ী প্রাঙ্গনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মানবাধিকার নেতা মোজাম্মেল হক, ৩৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন ও মো. শাহজাহান প্রকাশ বগগা ফকির উপস্থিত ছিলেন। এদিন প্রায় ৬শতাধিক অসহায় মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পতেঙ্গা ৪০নং ওয়ার্ড : পবিত্র মাহে রমজান উপলক্ষে পতেঙ্গা ৪০নং ওয়ার্ডে ভারটেক্সের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার পূর্ব কাটগড় অফিস প্রাঙ্গণে ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক কোম্পানির সার্বিক সহযোগিতায় এ বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন ভারটেক্সের সিনিয়র অপারেশন ম্যানেজার মো. মোয়াজ্জেম হোসেন। প্রতিষ্ঠানের সমন্বয়কারী কাওছার আলমের তত্বাবধানে এতে উপস্থিত ছিলেন ডিপু এডমিন রায়হান আকতার, মুকুল দে, আইটি ম্যানেজার মশিউর রহমান খন্দকার, আ.লীগ নেতা হুমায়ুর কবির, মোজাহের আলম, জাহাঙ্গীর হোসেন শান্ত, নেজাম উদ্দিন, মো. সাইফুদ্দিন, আবদুস সালাম, মনির আহমেদ ও মো. মোস্তফা।

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা-হাকিমের সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসরকার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার রক্ষায় বদ্ধপরিকর