মানবসেবায় অনন্য অবদান রাখছে গাউসিয়া কমিটি বাংলাদেশ

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

করোনাকালে দাফন-কাফন-সৎকার ও চিকিৎসা সহায়তায় মুখ্য অবদান রাখায় মানবিক ও আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব সংগঠক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারকে সংবর্ধনা দিয়েছে আল আমিন ইসলামী পরিষদ-কাতার। গতকাল শুক্রবার বিকেলে নগরীর মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট বিভাগীয় সাংগঠনিক সচিব কাজী মাওলানা সোলাইমান চৌধুরী। আল আমিন ইসলামী পরিষদ কাতারের সদস্য সচিব মোহাম্মদ জসিম উদ্দিন তৈয়বী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি করোনাকালীন দাফন কাফন ও চিকিৎসা সহায়তা টিমের প্রধান সমন্বয়ক মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, বৈশ্বিক আপদ করোনা আজ জনমনে ভীতি ও আতংক ছড়াচ্ছে। অতীতের যে কোন সময়ের চেয়ে মানুষ আজ খুব বেশি অসহায়। করোনায় মারা যাওয়া পিতামাতার লাশ সন্তানও স্পর্শ করছে না। ভাই ভাইকে স্পর্শ করছে না ঠিক তখনই মৃত্যুঝুঁকি উপেক্ষা করে মানবতার সেবায় এগিয়ে এসেছে গাউসিয়া কমিটি বাংলাদেশের নিবেদিতপ্রাণ নেতাকর্মীগণ। সুন্নিয়ত প্রচার ও মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে গাউসিয়া কমিটি। অনুষ্ঠানে বক্তারা করোনাকালে মানবসেবায় অনন্য অবদানের জন্য গাউসিয়া কমিটি ও সংগঠক মোছাহেব উদ্দিন বখতিয়ারকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা ও স্বীকৃতি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট নগর দক্ষিণ সভাপতি মাওলানা নূরুল ইসলাম জেহাদী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৮ সালের মাস্টার্স অর্থনীতি বিভাগের ফাইনাল পরীক্ষায় চট্টগ্রাম কলেজ থেকে অংশ নেওয়া মোহাম্মদ ইব্রাহিম ইবু সারাদেশে প্রথম স্থান অর্জন করায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। একজন ক্যান্সার আক্রান্তের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয় এ অনুষ্ঠানে। অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ আবু তালেব বেলাল, ইসলামী ফ্রন্ট উত্তর জেলা সভাপতি মাওলানা ওবাইদুল মুস্তফা কদমরসুলি, দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতি, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ আবুল হোসাইন, আ ব ম খোরশিদ আলম খান, মুহাম্মদ জসিম উদ্দিন, আজিম উদ্দিন আহমেদ, মুহাম্মদ মামুন উদ্দিন সিদ্দিকী, এটিএম রেজাউল মুস্তাফা, নুরের রহমান রনি, মুহাম্মদ আবু তৈয়ব, নূর রায়হান চৌধুরী, মুহাম্মদ শোয়াইবুল ইসলাম, সৈয়দ মুহাম্মদ শহীদুল্লাহ টিপু, মুহাম্মদ কায়সার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘুমধুমে ইউপি সদস্যের বসতঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধআইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সভা