মানববর্জ্য ব্যবস্থাপনায় চসিকের সঙ্গে কাজ করবে ওয়াসা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ‘চট্টগ্রাম পানি সরবরাহ, উন্নয়ন ও সেনিটেশন প্রকল্প-’ প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে সমাঝোতা স্মারক স্বাক্ষর করবে ওয়াসা। এ বিষয়ে গতকাল মঙ্গলবার দুই সংস্থার প্রধান অর্থাৎ সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে।

এ সময় ফজলুল্লাহ বলেন, যথাযথ ব্যবস্থাপনার অভাবে অনেকে সেফটিক ট্যাংকের বর্জ্য নালাসহ বিভিন্ন পানিপ্রবাহে ছেড়ে দিচ্ছেন। যা প্রাণপরিবেশের উপর ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এ পরিস্থিতির উত্তরণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বস্তি এলাকায় মানববর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি আবাসিক ভবনের সেফটিক ট্যাংকের মানববর্জ্য সংগ্রহ করে হালিশহরে নির্মাণাধীন ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে পরিশোধন করবে। এ জন্য ওয়াসা প্রকল্প বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশনের এবং সিডিএর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায়।

ওয়াসার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মেয়র বলেন, টেকসই উন্নয়নের স্বার্থে এ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহায়তা করবে চসিক। মূলত চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনার কারণে চট্টগ্রামের জনসংখ্যা দ্রুত বাড়ছে। এই বিপুল মানুষের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশ্বের সফল দেশগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নগরীর বসবাসযোগ্যতা বাড়াতে হবে। বাড়াতে হবে নগরীর প্রান্তিক এলাকাগেুলোতে সুপেয় পানি সরবরাহের সক্ষমতা। সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম। চট্টগ্রাম ওয়াসার পক্ষে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল আহসান চৌধুরী, বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার আরিফ আহমেদ, কোটাস্ক টিম লিডার হার্শ গয়াল, পরামর্শক সোমনাথ সেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের ৪৫৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
পরবর্তী নিবন্ধমেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে একই রশিতে মায়ের আত্মহত্যা