মানব পাচারে জড়িত না থেকেও হাজতবাস করা আব্দুর রহিম প্রকাশ রকি (৩২) নামের একজনকে ওই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। লোভে পড়ে মো. আজাদ (৩৬) নামের মানবপাচার মামলায় এক আসামির হয়ে প্রক্সি দিয়ে তিনি ৬ মাসেরও বেশি সময় হাজতবাস করেন। এদিকে মানবপাচার মামলা থেকে অব্যাহতি পেলেও প্রতারণার মামলায় অভিযুক্ত হয়েছেন প্রক্সি আজাদ।
সূত্র জানায়, মানবপাচার মামলার তদন্ত কর্মকর্তা ও চকবাজার থানার এসআই মো. শামসুল ইসলাম গত ২৮ মার্চ প্রক্সি আজাদ, আসল আজাদসহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দণ্ডবিধির ৪১৯/১০৯ ধারায় প্রতারণার মামলা করেন। গত ২৯ জুলাই আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেন প্রতারণা মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার এসআই তোফাজ্জল হোছাইন।
মানবপাচার মামলার তদন্ত কর্মকর্তা মো. শামসুল ইসলাম আজাদীকে জানান, মানবপাচার মামলার (৬/১২/১৯) তদন্ত করতে গিয়ে দেখি, প্রক্সি আজাদ নিরপরাধ। শুধুমাত্র আর্থিক প্রলোভনে পড়ে তিনি আসল আজাদের হয়ে প্রঙি দেন। একপর্যায়ে গত এপ্রিল মাসে আদালতে তাকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়। একইসাথে আসল আজাদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয় । আদালত প্রক্সি আজাদকে মামলা থেকে অব্যাহতি দেন। মামলাটি এখন মানবপাচার ট্রাইব্যুনালে বিচারের অপেক্ষায় রয়েছে। আগামী ২৭ অক্টোবর এ বিষয়ে শুনানির জন্য পরবর্তী দিনও ধার্য রয়েছে। বর্তমানে তারা দুজনই জামিনে রয়েছেন।
‘প্রঙি আজাদ কারাগারে, শেষ রক্ষা হয়নি আসল আজাদেরও’ শিরোনামে গত ৯ মার্চ আজাদীতে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, মূলত আর্থিক প্রলোভন ও দ্রুত জামিনের আশ্বাস দিয়ে আবদুর রহিম প্রকাশ রনিকে মো. আজাদ নামে প্রঙি দিতে রাজি করানো হয়েছিল। এতে আরও উল্লেখ করা হয়, রক্ষা পায়নি আসল আসামি আজাদও।
উল্লেখ্য, মানবপাচারের অভিযোগে করা মামলার এজাহার অনুযায়ী আসল আজাদ চকরিয়ার হারবাং এলাকার বাসিন্দা। তার হয়ে প্রঙি দেয়া আব্দুর রহিম প্রকাশ রকি একই ঠিকানা ব্যবহার করে। তিনি হাটহাজারীর মৃত সিরাজুল হকের ছেলে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন আজাদীকে বলেন, দণ্ডবিধির ৪১৯ ও ১০৯ ধারা ভঙ্গ হয়েছে মর্মে চকবাজার থানার একজন এসআই আমাদের থানায় একটি প্রতারণার মামলা করেন। যেখানে রকি ও আজাদসহ কয়েকজনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে মিথ্যা পরিচয় দেয়া ও অপরাধ থেকে দায় ও গ্রেপ্তার এড়ানোর অভিযোগ আনা হয়। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওযা যায়। সম্প্রতি এ মামলায় আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।