গত কয়েক দিন পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলাধারের বাঁধের স্লুইজ গেট খুলে দেয়ায় এবং প্রবল বৃষ্টিপাতের কারণে আমাদের দেশের ১৪ জেলার প্রায় অর্ধ কোটি মানুষের বাড়ি–ঘর–গবাদি পশুসহ ইত্যাদি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অগণিত লোক নিহত হয়েছেন মর্মে জানা গেছে। এসব এলাকার লোকজন নিজের প্রাণ বা কষ্ট থেকে বাঁচার জন্য কেউ কেউ আত্মীয়–স্বজনের বাড়িতে ওঠলেও অধিকাংশ মানুষ নিকটস্থ আশ্রয়কেন্দ্রে স্থান করে নিয়েছেন। ইলেকট্রনিঙ মিডিয়ার কল্যাণে চোখের পলকে মানুষ, জীবজন্তু, বাড়ি–ঘর, দোকান পাট, ব্রিজ–কালভার্ট ইত্যাদি পানির ধাক্কায় তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে অনেকের দ্বারা চোখের পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। আপন জনের চোখের সম্মুখে জান–মালের ক্ষতির দৃশ্য যে কত করুণ ও হৃদয় বিদারক হতে পারে তা ভুক্তভোগী ব্যক্তি বা কোমল মনের অধিকারী ব্যতীত অন্য কারো পক্ষে অনুভব করা সম্ভব নয়।
একদিকে পানিবন্দী মানুষের আহাজারি দেখে অনেক দূর–দূরান্ত হতে তাদের উদ্ধারপূর্বক আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেয়ার পাশাপাশি ত্রাণসামগ্রী নিয়ে আত্মমানবতার কাজে নিয়োজিত আমার দেশের মানবিক লোকজনকে দেখলে গর্বে বুক ভরে ওঠে। অন্যদিকে যখন ডাকাত বা চোরের ভয়ে চরম ঝুঁকি থাকা সত্ত্বেও পানিবন্দী বাড়িতে কেউ একাকি অবস্থান করে বাড়ি ঘর পাহাড়া দেয়ার জন্য আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা প্রকাশপূর্বক সর্বক্ষণ আতঙ্কে থাকে তখন নিজেকে মানুষ ভাবতেও লজ্জায় মাথা নীচু হয়ে আসে। আমাদের দেশের অনেক জায়গায় অগ্নিকাণ্ড চলাকালীন বা সড়ক দুর্ঘটনার সময়েও চোরের উপদ্রব লক্ষ্য করা যায়। আবার এসব বিপদগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী ক্রয় বা বিতরণের কাজে লিপ্ত কিছু বিবেকহীন মানুষ কর্তৃক অর্থ বা সামগ্রী আত্মসাতের মতো দুঃসংবাদও প্রিন্ট মিডিয়ার কল্যাণে আমাদের চোখের সম্মুখে ভেসে ওঠে। তবে এমন বিপদের মধ্যে আত্মমানবতার সেবায় এগিয়ে না এসে যারা এমন ঘৃণিত কাজে লিপ্ত থাকে তাদের নাম মানবের তালিকায় থাকলেও প্রকৃত পক্ষে তারা মানব নয়, মানব নামের কলঙ্ক তথা পশুর সমতূল্য। কারণ প্রকৃত মানব হতে হলে তার মধ্যে অবশ্যই মানবতাবোধ থাকা চাই। আমরা একাধিক ধর্মালম্বী হলেও সকলেই তো মানুষ। আর মানুষের সেবা করার অকল্পনীয় পুরস্কার বা তার অধিকার–পাওনা খর্ব করার কঠোর শাস্তির কথা প্রত্যেক ধর্মেই গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। তাই নিজেকে মহৎ হিসেবে গড়ে তুলতে হলে প্রত্যেকের সঙ্গে মানবিক আচরণ করা তথা অন্যায় হতে আমাদেরকে দূরে থাকতে হবে।