মানব জীবন দুলর্ভ একজন নীতিবান মানুষ অবশ্যই সমাজে সম্মানিত। স্বীয় রীতিনীতি হিংসা নকল প্রবত্তি কটু ভাষা দূর করে, প্রীতি বজায় রেখে সুন্দর জীবন যাপন করে সবার চোখে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিত হওয়া যায়। একজন সৎ মানুষ ব্যক্তিত্ব এমন হওয়া উচিত প্রয়োজনে প্রতিবাদী হতে হবে।কলমে সঠিক আলোচনা করে সমাজের চোখ খুলে দেওয়াটাও সঠিক পদক্ষেপ। নীরবতা ভালো কিন্তু প্রয়োজনে মুখ খলতে হবে। নয়তো একরা সময় নিজেই দোষী ব্যক্তিদের মধ্যে পড়ে, পরিণত হতে হবে মানবতাবাদী হতে হবে সেটাই সুন্দর। সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা, পরোপকারিতা পরমতসহিষ্ণুতা ধৈর্যশীলতা নিরহংকারী এবং অপরের কাজকে শ্রদ্ধা। সময় কে কাজে লাগিয়ে প্রেরণাশীল ব্যক্তি বিরল। অর্থ দিয়ে সাহায্য করতে না পারলে ও সমাজিক কাজে সময় নির্ধারণ করে মনকে প্রশান্ত রাখা যায়। চেষ্টা ছাড়া কখনো বড় ভালো কিছু হয়না। পৃথিবীকে ভালো কিছু উপহার দিতে হবে অর্থবহ জীবন মরনে ও শেষ হয়না।কথা দিয়ে কথারাখা সত্যবাদিতা প্রতিদান আশা না কাজ করা। তারাই স্মরণীয় পরহিতে তৎপর। যার মন সূর্যের মত উজ্জ্বল তার দৃষ্টিতে ছড়িয়ে পড়ে আলোর ধারা। আলোয় আলোয় জীবন পরিপূর্ণ হোক সবার। মানবতা যখন হারিয়ে যায় তখন পরিচয় দিতে পারিনা মানুষ হিসেবে। ক্ষণস্থায়ী জীবন কে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়াটাও চ্যালেঞ্জ। পরিবার কে ভালবাসতে হবে স্বীয় কাজকে ভালোবাসতে হবে।