মানবতা এখন ফিলিস্তিনে ভূখা তৃষ্ণায় মরে

মো. আখতার উদ্দিন চৌধুরী | বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:১৪ পূর্বাহ্ণ

মানুষ আছে মন্যুষত্ব নেই মানব আছে মানবতা নেই, যদি থাকতো তাহলে আজ ৭৫ বছর যাবত ইসরাইলের হাতে ফিলিস্তিনীদের এমন নির্মম নিষ্ঠুর ভাবে মার খেতে হতো না।

উল্লেখ্য যে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ইহুদীরা গণহত্যার শিকার হয় ইউরোপে তার ক্ষতিপূরণের জন্য এখন মাশুল গুনতে হচ্ছে ফিলিস্তিনিদের।

এক সময় ইহুদীদের কোনও দেশ ছিল না, তখন ব্রিটিশের কুটকৌশলে ইহুদীরা ফিলিস্তিনে এসে আশ্রয় নিয়েছিল, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস ফিলিস্তিনিরা যে ইহুদীদের আশ্রয় দিয়েছিল আজ সে ইহুদীরাই আশ্রয়দাতা ফিলিস্তিনিদের দেশহীন করছে।

গত কয়েকদিন আগে গাজা থেকে হামাস ইসরাইলে হামলা করে, ইসরাইল এর প্রতিশোধ নিতে ফিলিস্তিনের নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধ কাউকে রেহাই দিচ্ছে না সমানে বিমান থেকে হাজার হাজার বোমা ফেলে নির্বিচারে হত্যা করছে, এমনকি তাদের বোমার আঘাতে আহতরা যখন হাসপাতালে চিকিৎসাধীন তখন ইসরাইলি বর্বর বাহিনী হাসপাতালে বোমা নিক্ষেপ করে পাঁচশতেরও অধিক মানুষকে হত্যা করেছে।

ইসরাইল ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালিয়ে প্রতিনিয়ত যুদ্ধাপরাধ করছে, ইসরাইলের বর্বরতা এখানেই শেষ নয়, তাদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে স্কুল মাদ্রাসা মসজিদ গির্জাসহ উপাসনালয়গুলি।

অন্যদিকে ইসরাইল সরকার ফিলিস্তিনের নিরীহ মানুষকে খাদ্য, পানি, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে তিলে তিলে মারছে।

এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী ৫ হাজারের অধিক মানুষকে হত্যা করেছে যার মধ্যে ২০০০ এর অধিক নিষ্পাপ, নিরপরাধ শিশু, ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছেন। ইসরাইলের এই বর্বরতা রুখার কি কেউ নেই? ইসরাইল কি অপ্রতিরোধ্য? ইসরাইল জাতিসংঘের চেয়েও কি শক্তিশালী ?

পূর্ববর্তী নিবন্ধকী অদ্ভুত নিয়তি পথে চলছে জীবন
পরবর্তী নিবন্ধঅনুভূতিতে জেরুজালেম