বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে গাউছিয়া কমিটি, বাক প্রতিবন্ধী, শ্রবণবন্ধী, দুস্থ, অসহায়দের মাঝে মেডিকেটেড মশারি ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট যে ভূমিকা রেখেছে তা সত্যিই প্রশংসিত। সকলকে স্বাস্থ্য বিধি মেনে করোনা প্রতিরোধ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ সকলকে বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে।
চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আব্দুল জব্বারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আনোয়ার আজম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, শাহাদাত হোসেন রুমেল, মো. আবদুর রহিম আকন, মহানগর গাউছিয়া কমিটির সেক্রেটারী মোহাম্মদ আবদুল্লাহসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।