বিজিএমইএর নব-নির্বাচিত সহসভাপতি রাকিবুল আলম চৌধুরীর নেতৃত্বে নগরীর সল্টগোলাস্থ বিজিএমইএ করোনা ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শনকালে রাকিবুল আলম চৌধুরী বলেন- বৈশ্বিক মহামারী করোনা গোটা বিশ্বকে যে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে তা থেকে উত্তরণের লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বিজিএমইএ সল্টগোলা এলাকায় অবস্থিত বিজিএমইএ হাসপাতালকে ৫০ শয্যার কোভিড-১৯ ফিল্ড হাসপাতালে রূপান্তর করে। চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীসহ স্থানীয় দরিদ্র জনসাধারণের করোনা সংক্রমণজনিত স্বাস্থ্যসেবায় বিজিএমইএ করোনা ফিল্ড হাসপাতাল চলমান দুর্যোগকালে মানবতায় সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। হাসপাতাল স্থাপনে তিনি বিজিএমইএর পূর্বতন পরিচালনা বোর্ড ও সদ্য প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও পরিচালক এম.এ. সালামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক এমডি.এম মহিউদ্দিন চৌধুরী, হাসান (জ্যাকি), এম. এহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা (কায়সার)। উল্লেখ্য, চট্টগ্রামের এই বিজিএমইএ হাসপাতালে মেটারনিটি সহ অন্যান্য চিকিৎসা সুবিধাদিও এতদ্্অঞ্চলের হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।