লায়ন ডাঃ শ্রীপ্রকাশ বিশ্বাস বলেন, মানবতার মুখে হাসি ফোটানোর চেষ্টা–ই হলো লায়নিজম। গতকাল শুক্রবার চট্টগ্রাম কলেজ রোডস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ কম সৌভাগ্যবান মানুষের মাঝে লায়ন্স ক্লাব অব চিটাগং আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস এ মন্তব্য করেন। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন বাবুল কান্তি লালার সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরীর পরিচালনায় বার্ষিক এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লিও–লায়ন রাজিব সিনহা। ক্লাব ট্রেজারার লায়ন বাসুদেব সিনহার তত্ত্বাবধানে প্রতি বছরের ঐতিহ্যের আলোকে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনিসহ নিত্য ব্যবহার্য জিনিসপত্রের ফুড প্যাক বিতরণ কার্যক্রম তদারকি করেন লিও ক্লাব অব চিটাগং এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের লিও নেতৃবৃন্দ। খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন প্রেসিডেন্ট ও লিও ক্লাবস এডভাইজার লায়ন নিশাত ইমরান, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সিলভাস্টার বার্নাডেট, প্রাক্তন কেবিনেট ট্রেজারার লায়ন তপন কান্তি দত্ত এবং লায়ন মোঃ মোসলেহউদ্দিন খান, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডাঃ গোপাল ভট্টাচার্য, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন সাধন কুমার ধর, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ আবদুর রব শাহীন, জোন চেয়ারপার্সন লায়ন এম সোহেল খান, রেবেকা নাসরিন, মোহাম্মদ আইয়ুব, সারাহ তানভি, লিটন কান্তি দত্ত, রোকেয়া জামান, মহাদেব ঘোষ, অনুপম মজুমদার, ফারুক আহাম্মদ, ডাঃ ফজলুল হক সিদ্দিকী, জিয়াউল কবির সোহেল, লিও ইসমাইল বিন আজিজ আলভি, দীপ্ত দে, রাহুল কান্তি লালা, অদিতি বড়ুয়া, শেখ মুনতাসির মামুন, ইমদাদুল ইসলাম সৌরভ, শাহাদাত হোসেন সাইফ এবং নাজমুল হাসান। প্রেস বিজ্ঞপ্তি।