মানবতার ভিত্তিতে সমাজ গঠন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর মূল শিক্ষা বলে অভিমত প্রকাশ করেছেন দারুল উলূম কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি এবং সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উক্ত মত প্রকাশ করেন তিনি।
মাদরাসা অধ্যক্ষ মুহাম্মাদ মুহ্সিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং আরবি প্রভাষক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি সাহাব উদ্দিন আহমেদ, মুহাদ্দিস মাওলানা আনোয়ার হোসাইন, ছাত্র প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম। সালাতু-সালাম পেশ করেন মাওলানা মঈন উদ্দিন। দোয়া ও মোনাজাত করেন শাইখুল হাদীস মাওলানা মকছুদ আহমদ। মাহফিল শেষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।