রাউজান পৌর মেয়র পৌর কার্যালয়ের নিচে বিশাল কাঁচের আলমিরাতে তাকে তাকে সাজিয়ে রেখেছেন নতুন কাপড়। সেখানে রাখা আছে নারী পুরুষ, শিশুদের নানা রঙের কাপড়। এই আলমিরার উপরে বড় বড় অক্ষরে লেখা আছে মানবতার কুটির। এখান থেকে প্রতিটি জাতীয় ও ধর্মীয়ভাবে পালন করা বিশেষ দিবসে ভবঘুরে ও গরীবদের দেয়া হয় নতুন কাপড়। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ আলমিরার চাবি খুলে দিলে পছন্দের নতুন কাপড়টি বেছে নেয় আগ্রহীরা। গত ৭ মার্চ পবিত্র লাইলাতুল বরাতের দিন এখানে অনেকেই আসেন নতুন কাপড়ের আবদার নিয়ে।
অফিস শেষে মেয়র বের হলে মানবতার কুটিরের বস্ত্র ভাণ্ডার খুলে দেন। আগ্রহীরা নেয় নিজেদের পছন্দের নতুন কাপড়। এদিন অন্যান্যদের সাথে ছেলের বউ এর জন্য নতুন কাপড় নেয়ার আবদার নিয়ে এসেছিলেন আশি বছর বয়সী এক বৃদ্ধা। বোরখায় মুখ ঢেকে বৃদ্ধা মেয়রের কাছে আবদার রেখেছিলেন ছেলের বউ এর জন্য তিনি নেবেন একটি লাল টুকটুকে শাড়ি। মেয়র তাকে এগিয়ে দিলেন বস্ত্র ভাণ্ডারের দিকে। বৃদ্ধা বেছে নিলেন বউ এর জন্য লাল টুকটুকে শাড়ি। এ সময় অন্যান্যদের সাথে আসা গরিব মানুষের মধ্যে ফারুক নামের এক ভবঘুরের গায়ে পরিয়ে দিলেন টি–সার্ট। এ সময় উপস্থিত ছিলেন নুরুল আবছার, দিপলু দে দিপু, মোহাম্মদ আসিফ প্রমুখ।