মানবতার কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে

বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণকালে বক্তারা

আজাদী ডেস্ক | সোমবার , ২৩ জানুয়ারি, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ২১ জানুয়ারি সন্ধ্যায় কলেজের রেডবিল্ডিংস্থ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরিষদের উপদেষ্ঠা ইউছুফ সিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বারের সহ সভাপতি,পরিষদের সভাপতি এ এম মাহবুব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, উত্তরজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউছুফ, পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল বশর ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, মো. নাজিম উদ্দীন, মোসলেম উদ্দীন মনসুর, ব্যাংকার একরাম হোসেন, কাজী আবদুল হাই, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনজুমান আরা, এড. আবু নাসের চৌধুরী, সিরাজুল হক, অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন, লায়ন মো. আবদুল কাইয়ুম, এড. আবদুল্লাহ আল মামুন, মো. আহসান উল্লাহ খান, খুরশীদ রোকেয়া, মেজবাহ উদ্দীন লিটন, এড. আবদুল মান্নান চৌধুরী, হারুন গফুর ভুঁইয়া, মো. ইউনুস উদ্দীন, মোরশেদ উদ্দীন, মনজুর আলম, মহিউদ্দীন চৌধুরী, মো. ওয়াসিম মুরাদ, সাইফুল ইসলাম, মো. আবু বক্কর বকু, মো. দিলদার হোসেন, আসিফ ইকবাল, মো. ইমতিয়াজ, হায়াত খান প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের কল্যাণে, মানুষের উন্নয়নে আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

সাতকানিয়ালোহাগাড়ার মহিলা আ.লীগ : সাতকানিয়ালোহাগাড়ার মহিলা আওয়ামী লীগের আয়োজনে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল রবিবার সকাল ১১টায় সাতকানিয়ালোহাগাড়ার মহিলা আওয়ামী লীগের আয়োজনে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় ছদাহা রোড ভিউ রেস্টুরেন্টের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাবেক কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এরফানুল করিম চৌধুরী, নারীনেত্রী নার্গিস আক্তার মুন্নী, জেসমিন আক্তার, কহিনুর আক্তার, হামিদা আক্তার, চম্পা দেবী, শারমিন আক্তারসহ স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রীবৃন্দ।

লোহাগাড়া চুনতি : লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ার চুনতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ইউনিয়নের সীরত ময়দান সংলগ্ন আমেনা মঞ্জিল থেকে এলাকার অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আনোয়ার কামাল, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, চুনতি ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহ আলম পল্টু, সাধারণ সম্পাদক জানে আলম, লোহাগাড়া সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ সিকদার প্রমুখ।

বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ : ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বোয়ালখালীতে সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে ৩য় ধাপে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কিষাণ চৌধুরী পলাশের সভাপতিত্বে ও বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পী এবং বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এস এম আবুল কালাম। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খালেদ মাসুদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ইরফানুল ইসলাম ইওয়াজ, সাংগঠনিক সম্পাদক নয়ন শর্মা, মো. সাজ্জাদ হোসেন, বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের সভাপতি জয় দে, বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ, কানুগো পাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক প্রীতম দাশগুপ্ত, ছাত্রলীগের সম্পাদক কফিল উদ্দীন, মেহেদী হাসান সাইমন, হিমেল চৌধুরী জয়, কাকন সেন, রায়হান, শান্ত শীল, সাইদুল, আজগর আলী, রবিন, জহুরুল ইসলাম, অমিত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ের ক্যাটারিং সার্ভিসের টেন্ডারের মেয়াদ শেষ হওয়ার পর ও করা হচ্ছে না নতুন টেন্ডার
পরবর্তী নিবন্ধপালিয়ে বিয়ে করায় মেয়েকে খুন জামাইকে ফাঁসাতে মামলা