মানবতার কল্যাণে লায়ন সদস্যদের একযোগে কাজ করতে হবে

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা গভর্নর

| রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:২২ পূর্বাহ্ণ

মানবিক দুর্যোগে মানবতার কল্যাণে লায়ন সদস্যদের একযোগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের লায়নিজমের পথপ্রদর্শক মরহুম লায়ন এম আর সিদ্দিকীর হাতে গড়া লায়ন্স ক্লাব অব চিটাগাংকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য উপরোক্ত কথা বলেন। প্রথম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী ক্লাব সভাপতি লায়ন নিশাত ইমরান। বিশেষ অতিথি ছিলেন বিগত সেবা বর্ষের জেলা গভর্নর হাসির তরে সেবা কলের প্রবক্তা লায়ন কামরুন মালেক। আরো উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী। কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু।
২য় পর্বের জেলা গভর্র্নরস টিমের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি লায়ন আবু নাসের রনি, সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর লাযন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন নাসির উদ্দিন চৌধুরী, জিএলটি জেলা কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা, লায়ন সাধন কুমার ধর, লায়ন শহীদুল ইসলাম, লায়ন নাজমুল সাকের প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, মঞ্জুর আলম মঞ্জু, জাফরুল্লাহ চৌধুরী, ডা. দেবাশীষ দত্ত, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, এম. মহিউদ্দিন চৌধুরী, তপন কান্তি দত্ত, আবু তাহের খান, আবু মোশেদ, একেএম সালাহউদ্দিন, ডা. মেসবাহ উদ্দিন তুহিন, নহিদুল হক সুমন, লিও শাহরিয়ার ইকবাল, এইচএম হাকিম, রাহুল নানা প্রমুখ। দুই পর্বের অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন আবদুর রব শাহীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘রাউজানের ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধসকালের সূর্য