নগরীর পাথরঘাটা টেকপাড়া জগন্নাথ ধাম প্রতিষ্ঠা উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের শীতবস্ত্র বিতরণ গত ১৬ জানুয়ারি টেকপাড়া যুব কল্যাণ সংঘের সভাপতি সনজিত দাশের সভাপতিত্বে ও রাজীব দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দুস্থদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। প্রধান আলোচক ছিলেন কোতোয়ালী সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবু সুফিয়ান। তিনি বলেন, আগামীর আধুনিক সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধবাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, জাকির হোসেন, রফিক আহমদ, অধ্যক্ষ ড. জুয়েল আচার্য্য, সুজন ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন রাজীব দাশ, প্রদীপ দাশ, মিলন দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











