মানবতার অঙ্গীকার: নতুন বছরের আহ্বান

শরীফ হাসান | রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

কালের স্রোতে বিলীন হলো আরও একটি বছর। উন্মোচিত হলো নতুন বছর ২০২৫এর দ্বার। আশানিরাশার দোলাচলে, উত্থানপতনের মিশ্রণে অতিবাহিত হলো গত বছরের দিনগুলো। প্রাপ্তিঅপ্রাপ্তির হিসাব মেলানো যেন এক দুরূহ সমীকরণ। মানুষে মানুষে ভালোবাসা কমেছে, অভিমান জন্মেছে পর্বতের মতো। মূল্যবোধে লেগেছে অবক্ষয়ের দংশন, যুদ্ধের সঙ্গে লোভের বাড়বাড়ন্ত। সহিংসতা, নৃশংসতা ও নির্মম রক্তাক্ত ঘটনাবলি যেন গত হওয়া বছরটির সাক্ষী। দেশের লাগামহীন দ্রব্যমূল্যবৃদ্ধি ছিল বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। মানুষের প্রত্যাশা ছিল একটু ভালোভাবে বেঁচে থাকার। আমরাও প্রতিবছরের মতো হাজারো আশাপ্রত্যাশা, স্বপ্নসম্ভাবনা ও প্রকৃত মানুষ হওয়ার সংকল্প নিয়ে পথচলা শুরু করি। কিন্তু সেই আশাপ্রত্যাশা ও স্বপ্ন পূরণে নিজেদের কতটা সচেষ্ট রাখি? নতুন বছরের প্রারম্ভে সবার প্রতি আহ্‌বান, আসুন, প্রথমেই একজন ভালো মানুষ হই। পুরানো বছরের হিংসা, বিদ্বেষ, শত্রুতা, হানাহানি ভুলে গিয়ে নিজেকে নবরূপে গড়ে তুলি। এখানেই রয়েছে মানবজীবনের প্রকৃত সার্থকতা।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় সুকুমার
পরবর্তী নিবন্ধদৃষ্টিভঙ্গি যার যার দায়িত্বশীলতা সবার