আমাদের মানবতাবোধ আজ পলাতক।
ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছে এ সভ্যতা,
আমরা কি পারি না সুষ্ঠু চিন্তায়
পাল্টে দিতে এই নষ্ট সভ্যতা?
মানবিক মূল্যবোধগুলো
এই শতাব্দীতে কোথায়?
যার কারণে ঘুন ধরেছে সামাজিকতায়।
নষ্ট হচ্ছে চিন্তা চেতনা,
হারিয়ে যাচ্ছে সৌজন্যবোধ
বিনষ্ট হচ্ছে সমপ্রীতির বন্ধন,
কলঙ্কিত আজ মানবতা।