গাউসিয়া কমিটি বাংলাদেশ আর্টিলারি মোড় ইউনিটের উদ্যোগে গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করা হয়। এ উপলক্ষে বাদে আসর আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন হালিশহর নিউ আই ব্লক জামে মসজিদের খতিব আল্লামা মোখতার আহমদ আল কাদেরী। ইউনিট সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মাহফিল সঞ্চালনা করেন হাফেজ হেফাজ উদ্দীন। আরো উপস্থিত ছিলেন হাফেজ আবু তৈয়ব। এতে বক্তারা বলেন, আরব যখন অন্ধকারে ছিল তখন মানবজাতির মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (দ.)-কে প্রেরণ করেন। বর্তমান সময়ে
মিলাদুন্নবীর এই দিনে মুসলিমদের মধ্যে যে ঐক্যের মনোভাব তৈরি হয়, তা তাদের যেকোনো ধরনের বিভেদ থেকে মুক্তি পেতে সাহায্য করে। ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ গড়তে সহায়তা করে।
মাহফিলে উপস্থিত ছিলেন সালাম মজুমদার, কাউসার, নজরুল ইসলাম সোহেল, শাহনেওয়াজুল করিম, তপন, শাহজাহান, আবুল হোসেন, শাহীন, সাহাবউদ্দিন, আমিন, অপু, আরমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।