মানবকল্যাণ ফোরামের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

মানবকল্যাণ ফোরামবাংলাদেশের উদ্যোগে গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের গণিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব বলেন, জ্ঞানই আলো, জ্ঞানই শক্তি, জ্ঞানার্জনের জন্য ছাত্র হতে হবে সারাজীবন। আমরা যাঁরা অধ্যায়ন করি তারাই ছাত্র। তাঁরাই সমাজ ও রাষ্ট্রের দিশারী। জ্ঞানের পরম তপস্যা না করলে আলোর দেখা পাওয়া যায় না। জ্ঞানার্জন ছাড়া সমাজ অন্ধকারে ঢেকে থাকে। শুধু পড়ালেখা করলে হবে না, তার সাথে সাথে মানবতা সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে। প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলে হবে না। নৈতিক, মূল্যবোধ সুশিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মানবকল্যাণ ফোরামের প্রধান উপদেষ্টা আশুতোষ সরকার। মহান অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (নারায়ণগঞ্জ) চন্দ্রশেখর মল্লিক। প্রধান বক্তা ছিলেন প্রাবন্ধিক ও গ্রন্থকার সুদর্শন চক্রবর্তী। মানবকল্যাণ ফোরামের সভাপতি শিমুল নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অজয় দত্ত। বিশেষ অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা প্রদীপ কুমার দাশ। ফোরামের উপদেষ্টা কাঞ্চন তালুকদার ও যুগ্ম সম্পাদক উদয় সিংহের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পলাশ কান্তি নাথ রণি, স্বপন কুমার সাহা, এস প্রকাশ পাল, পলাশ চৌধুরী, স্বপন বিশ্বাস, সন্তোষ চৌধুরী, সজল চৌধুরী, মিঠু মহাজন, টিংকু দাশ, দেবাশীষ দত্ত, সুকান্ত মজুমদার, উজ্জ্বল দে, রনি দাশ বিনয়, শুভ কুন্ড, যাদব দাশ, অভি দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক সপ্তাহেও খোঁজ মিলেনি মাদ্রাসাছাত্র রাফির
পরবর্তী নিবন্ধঅপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এইচএসসি বিদায় সংবর্ধনা