মানবকল্যাণ পরিষদের বিনামূল্যে চক্ষু শিবির

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

চন্দনাইশে মানবকল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দিনব্যাপী কেশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে অনুষ্ঠিত চক্ষু শিবিরে ৪ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়াও ২ শতাধিক রোগীকে চশমা ও ওষুধ বিতরণ করা হয় এবং অর্ধশতাধিক চক্ষুরোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় বাছাইকৃত চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা হবে।

ডা. সৈয়দ আসিফুর রহমান ও ডা. গোলাম জিলানীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম চিকিৎসাসেবা প্রদান করেন। এ উপলক্ষে পরিষদের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও কার্যনির্বাহী পরিষদ সদস্য কুতুব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মানবকল্যাণ পরিষদ সহসভাপতি ডা.শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আজম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ডা. সৈয়দ আসিফুর রহমান, হারুন উর রশিদ প্রমুখ।

হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সালাউদ্দিন সুমন, আমজাদ হোসেন, দিদারুল আলম, আতাহার হোছাইন, মাস্টার আবু সোহেল, মাস্টার হেফাজ, মাস্টার তৌকির প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআশরাফ আলী শাহ (রহ.) ওরশের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধসব ক্ষেত্রেই সংস্কারের দরকার আছে তবে শিক্ষাকে এক নম্বরে রাখতে হবে