আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সভাপতি ও মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেছেন, সৃষ্টির সেরা মানুষের সেবা ও কল্যাণে উৎসর্গিত থাকাই মনুষ্যত্বের দাবি। মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে নেয়াই একজন ইনসানে কামেল তথা পরিপূর্ণ মানুষের বড় বৈশিষ্ট্য।
গতকাল শনিবার রাজধানীর মিরপুর শাহ আলীবাগ খানকাহ শরীফে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার খলিফা সম্মেলন ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এতে ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রাস্ট মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, ফোরামের কার্যকরী সভাপতি শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী, সিনিয়র সহসভাপতি শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী। অতিথি ছিলেন মাওলানা রুহুল আমিন ভুঁইয়া চাঁদপুরী, কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল বারী আল্-মাইজভাণ্ডারী, মাওলানা ইসমাইল সিরাজী, আবুল কালাম আজাদ, আসলাম হোসাইন, মনির হোসেন, জাহাঙ্গির আলম, রেজাউল দেওয়ান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি












