মাননীয় মেয়র মহোদয় সমীপে

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১১ পূর্বাহ্ণ

হোল্ডিং টেক্স না দিলে চসিক জন্ম, মৃত্যু, ওয়ারিশান সনদ, জাতীয়তা সনদসহ সকল প্রকার সনদ প্রদান বন্ধ করে দিয়েছে। নির্বাচিত প্রতিনিধি না থাকাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাময়িকভাবে সিটি কর্পোরেশন কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে সনদ প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশে কোন সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলা পর্যায়ে কর আদায় করে সার্টিফিকেট দেওয়ার নজির নেই কিন্তু চসিক এর রাজস্ব কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা হাল নাগাদ হোল্ডিং টেক্স না করলে কোন প্রকার সনদপত্রে স্বাক্ষর করছেন না। এমন কি ওয়ার্ড অফিস থেকে কোন ফাইলও কর্পোরেশন এর হেড অফিসে যাওয়া বন্ধ। স্থানীয়, জনগণের সংগে ওয়ার্ড অফিসের কর্মকর্তা কর্মচারীদের সংগে কথা কাটাকাটি হচ্ছে। এতে জনগণের কষ্ট ও ভোগান্তি হচ্ছে। কিনতু জনগণকে জিম্মি করে কর আদায় করা কতোটুকু সমীচীন? কর আদায় করার অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এ জটিলতার কারণে অনেকেই পাসপোর্টসহ অনেক প্রয়োজনীয় কাজ করতে পারছে না। সরকারও বঞ্চিত হচ্ছে রাজস্ব হতে।

্‌অতএব মেয়র মহোদয়ের নিকট অনুরোধ আপনি তো জনগণের নির্বাচিত প্রতিনিধি। জনগণ আপনার নিকট অনেক কিছু আশা করে। তাই দয়া করে অবিলম্বে এই অন্যায় আদেশ প্রত্যাহার করে বিভিন্ন সনদ প্রদান করার ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

এম এম আলম

চন্দনপুরা, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআবদুল করিম সাহিত্যবিশারদ: ঐতিহ্য অন্বেষার প্রাজ্ঞ পুরুষ
পরবর্তী নিবন্ধমহাশক্তি মহামায়া দুর্গা চিন্তা