আমি শিক্ষক। লোকে বলে বেতন কম হলেও এ এক মহান পেশা। কতো ছাত্র ছাত্রীদের মানুষ করছি। ওদের ভালোবাসায় সিক্ত আমি/ আমরা। কতো সম্মান! একদম ঠিক। কখনোই টাকার অংকে আমার শিক্ষকতা পেশাকে এক করিনি। শিক্ষার্থীদের সঠিক পথটাই দেখাবার চেষ্টা করেছি সততার সাথে। ভালো লাগে নিজেকে শিক্ষক ভাবতে। পথভ্রষ্টদের পথ দেখাতে ভালো লাগে। যদিও অনেক চাওয়া পাওয়া থেকে আমরা বঞ্চিত।
তবুও সন্তুষ্ট নিজের কম পাওয়া আর বেশি দেওয়ার আনন্দে। কিন্তু আজ দু’দিন ধরে কেন যেন নিজের পেশাকে খুব অসহায় মনে হচ্ছে। সামপ্রতিক ঘটে যাওয়া কিছু কর্মকাণ্ড আমার হৃদয় কে ভীষণ ভাবে আহত করেছে। অধ্যক্ষ স্বপন কুমার রায় কে জুতার মালা পরিয়ে ঘুরানো হয়েছে, হৃদয় চন্দ্র মন্ডল ছাত্রদের দ্বারা অপমানিত হয়েছেন, উৎপল কুমার সরকারকে পিটিয়ে এতোটাই আহত করা হয়েছে যে ২ দিন পর তিনি মারা গেলেন। তাঁদের একটাই পরিচয়, তাঁরা শিক্ষক। মানুষ গড়ার কারিগর। জাতি গড়ার কারিগর।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন, আপনার শক্ত দুটি হাত দিয়ে আপনি অনেক অসাধ্যকে সাধ্য করেছেন। এবার শিক্ষকদের প্রতি এমন করুণ ও অপমানজনক আচরণের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। নইলে দেশের সমস্ত এই “মানুষ গড়ার” বা “জাতি গড়ার” কারিগররা নিজেদের গুটিয়ে ফেলবে। চক, ডাস্টার আর বোর্ড এর মাঝেই সীমাবদ্ধ থাকবে। সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা।