মাদ্রাসা শিক্ষা সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে

রঙ্গিপাড়া হেফ্‌জ মাদ্রাসায় শাহজাহান চৌধুরী

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের দ্বীনদার, ঈমানদার, পরহেজগার, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গ্রামেগঞ্জে গড়ে ওঠা মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র গঠনে সম্পূর্ণ এলাকাবাসীর অর্থায়নে পরিচালিত এসব মাদ্রাসার অবদান অপরিসীম।

তিনি বলেন, একটি শিশু যখন তার শিক্ষা জীবনের শুরু থেকেই ধর্মীয় শিক্ষার আলোয় আলোকিত হয়, তখন তার অন্তরে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমবোধ স্বাভাবিকভাবেই বিকশিত হয়। ফলে সে কখনো সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়ায় না। এ কারণেই আগামীতে এসব মাদ্রাসার সার্বিক উন্নয়নে সরকারিভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের রঙ্গিপাড়া হেফজখানা ও এতিমখানা পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন। হেফজখানা ও এতিমখানার মুহতামিম হাফেজ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাকানিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শাহাদাত হোসেন চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আবু তৈয়ব, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন, হাফেজ মাওলানা শামসুল আলম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস। পরিদর্শন শেষে আলহাজ্ব শাহজাহান চৌধুরী মাদ্রাসা ও এতিমখানার সার্বিক খোঁজখবর নেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পূর্ববর্তী নিবন্ধসংখ্যালঘু সমপ্রদায়ের নিরাপত্তা গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের মৌলিক শর্ত
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির নাক-কান ছেদন কর্মসূচি