জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও সংসদ সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, মাদ্রাসা শিক্ষা মানুষকে সঠিক পথে চালিত করে। তাই সমাজ জীবনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজ যারা মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করছে। তারাই আগামী দিনে সমাজের কর্ণধার হবে। তাই তাদেরকে উপযুক্ত হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গতকাল হাটহাজারীতে বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ড চট্টগ্রাম থেকে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্তকরেন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাওলানা নোমান ফয়েজী। প্রধান আলোচক ছিলেন মাওলানা মুফতি জসিমউদদীন। বিশেষ অতিথি ছিলেন ইউ এন ও মোহাম্মাদ রহুল আমিন, ও সি মো. রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইউনুস গনি চৌধুরী। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক হালিম উল্লাহ, এমদাদুস ছালাম, মাওলানা মনজুরুল আলম মন্জু, মাষ্টার শফিকুল ইসলাম প্রমুখ।