চট্টগ্রাম আজিজিয়া হাশেমীয়া নুরীয়া মাদ্রাসার সালানা জলসা গত ১১ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরী। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের আইটি শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। অন্যথায় পিছিয়ে পড়বে মাদ্রাসা শিক্ষা। অন্যদিকে তরুণ প্রজন্ম আজ মাদকাসক্তি ও নেশাগ্রস্তে ডুবে আছে। এ অবক্ষয় প্রবণতা থেকে তরুণ প্রজন্মকে বাচাঁতে আ’লা হযরতের মতো মনীষীর আদর্শের অনুসরণ চাই। এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার হাফেজ আবুন নূর মুহাম্মদ হাসান নূরী। মাওলানা জোবাইরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী। মুখ্য আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবী প্রভাষক আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী। উপস্থিত ছিলেন শাহ্ আলম নঈমী, মুফতি ইব্রাহিম আলকাদেরী, কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমী, কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, কাযী জিয়াউদ্দিন হাশেমী, নুরুল আমিন রেজভী, ইদ্রিছ আনছারী, মুহাম্মদ মাজহারুল ইসলাম, এইচ এম মন্জুরুল আনোয়ার, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, আবু আহমদ সওদাগর, আব্দুল কাদের রজভী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ আয়ুব তাহেরী, ওমর ফারুক আজমী, এ জে এম হোসাইন, মুহাম্মদ তারেক আজিজ, মুহাম্মদ আমান উল্লাহ, বেলাল উদ্দিন, মুহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ আরিফুল ইসলাম আজম, মাওলানা ফরিদ, জাহেদুল ইসলাম, মুহাম্মদ নাজিম উদ্দিন কাদেরী, ছালামত রেজা কাদেরী, মুহাম্মদ আবু হানিফ রিপন, মুহাম্মদ আব্দুল হক, মুহাম্মদ জাহেদ, মঈনুদ্দীন, জাফর কামালী, মুহাম্মদ সাফওয়ান নূরী, মাহবুবুল আলম সওদাগর, মুহাম্মদ সেলিম, জসিম কোম্পানী, তাজ মুহাম্মদ সওদাগর, মানিক সওদাগর, এবিএম মুজিবুল হক, তৌহিদুল আলম সওদাগর, মুহাম্মদ গিয়াস উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।