মাদ্রাসা লাইব্রেরি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হোক

| বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রতিটি আলিয়া মাদ্রাসায় লাইব্রেরী বিদ্যমান রয়েছে। কিন্তু অধিকাংশ সময় সেই লাইব্রেরি নামক রুমটি তালা লাগানো থাকে। হয়তো বছরের শুরুর দিকে নতুন বই বিতরণের জন্য তালা খোলা হয়, তার পর থেকে বন্ধ থাকে। সেই রুমের তালা খোলা হয় আবার নতুন বছরের বই বিতরণের সময় এলে। শহর কেন্দ্রিক কয়েকটি মাদ্রাসায় পর্যাপ্ত সুযোগ সুবিধাসহ সমৃদ্ধ লাইব্রেরি উন্মুক্ত থাকলেও প্রান্তিক বেশিরভাগ মাদ্রাসার লাইব্রেরি বন্ধ থাকে। আগে থেকে লাইব্রেরি অভ্যস্ত না হওয়ায় শিক্ষার্থীরা শহরে এসে লাইব্রেরির কদর বুঝতে পারে না। যার কারণে তাদের মেধা বিকাশ ব্যাহত হয়। গ্রামের অধিকাংশ মাদ্রাসায় লাইব্রেরি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত না হওয়ায় শিক্ষার্থীরা পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারে না। সেই সাথে নেই পর্যাপ্ত পরিমাণ বই, সাময়িকী, ম্যাগাজিন ও দৈনিক পত্রপত্রিকা। দেশের প্রত্যেকটি দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদরাসার সুপার, অধ্যক্ষ, প্রিন্সিপাল এর নিকট বিনিত আবেদন, আপনারা নিজ নিজ মাদ্রাসার লাইব্রেরিকে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দিন এবং পর্যাপ্ত বই, ম্যাগাজিন ও দৈনিক পত্রিকা দিয়ে লাইব্রেরি সমৃদ্ধি করুন।

মুজিবুল হাসান আরিফ

শিক্ষার্থী,

আলিম ২য় বর্ষ

কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল মতিন : ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক
পরবর্তী নিবন্ধপ্রকৃত লেখক বাঁচেন স্বাধীনতায়, সত্যের সন্ধানে