মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯৩ দশমিক ৪০ শতাংশ পাসের হার নিয়ে ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।
মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কৃতকার্য হয়েছে ৭৯ হাজার ৯০৯ জন শিক্ষার্থী। এরমধ্যে ৪৬ হাজার ৪৩৩ জন ছাত্র ও ৩৯ হাজার ১২৫ জন ছাত্রী। এই বোর্ডে ৮৫ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। খবর বাসসের।
কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৮৮ দশমিক ৯ শতাংশ পাসের হার নিয়ে ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। কারিগরি বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় কৃতকার্য হয়েছে ১ লাখ ৭৫৬ জন শিক্ষার্থী। এরমধ্যে ৭১ হাজার ৩৩২ জন ছাত্র ও ২৯ হাজার ৪২৪ জন ছাত্রী। এই বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এই বোর্ডে ৪ হাজার ৯২২ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে। এরমধ্যে ১ হাজার ৫৩০ জন ছাত্র এবং ৩ হাজার ৩৯২ জন ছাত্রী।