মাদ্রাসা থেকে বাড়ি ফেরা হলোনা শিশু মিশকাতের

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ১২:১৬ অপরাহ্ণ

ছেলেকে বাবার মতো কুরআনে হাফেজ হিসেবে গড়ে তুলতে গত মাসে চট্টগ্রামের চন্দনাইশ উত্তর হাসিমপুর হিফজুল কুরআন ফাউন্ডেশন মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন বাবা হাফেজ আবু ছালেক।

শুক্রবার (২৪ জানুয়ারি) বাড়িতে মনু মিয়া ফকিরের বার্ষিক ওরশ, ওরশে মা-বাবার সাথে সময় কাটাতে ফুফির সাথে চন্দনাইশের মাদ্রাসা থেকে খুশি মনে ফিরছিল মিশকাতুল ইসলাম (১০)। সড়কের পূর্বপাশে ফুফি অপেক্ষা করছে মিশকাতের জন্য। আর পশ্চিম পাশ থেকে মাদ্রাসার হুজুরের হাত ছেড়ে সড়ক পারাপারের সময় দ্রুত গতির এস আলম পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় মিশকাত।

গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের চন্দনাইশ গাছবাড়িয়া এলকায় এ দুর্ঘটনা ঘটে। মিশকাতুল ইসলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর হাফেজ আবু ছালেকের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে মিশকাত দ্বিতীয়।

মিশকাতরে চাচা মো. দিদারুল ইসলাম জানায়, বাড়িতে মাহফিলের খবর শুনে মিশকাত খুশিতে ফুফির সাথে একমাস পর বাড়ি আসছিল। কিন্তু ঘাতক বাসের ধাক্কায় শিশু মিশকাতের বাড়ি ফেরা হলোনা। তার লাশ বাড়িতে আনার পর থেকে মা-বাবা ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। রাতেই দাফনের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ১২ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডিজেএফআই পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ১২