মাদ্রাসা-এ-নূরীয়া কমপ্লেক্সে শিক্ষক কর্মশালা

| বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

খুলশী ফয়’স লেকস্থ মাদ্রাসানূরীয়া কমপ্লেক্সের হলরুমে শিক্ষার মান উন্নয়নকল্পে শিক্ষক কর্মশালা কমপ্লেক্সের মহাপরিচালক আল্লামা শাহসূফি বেলায়েত হোছাইন আল কাদেরীর (মা.জি.) সভাপতিত্বে মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান ইনস্ট্রাক্টর ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরন্নবী আলআযহারী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ফয়সাল শাহ্‌, মেহদী আকিব শাহ্‌ আল আযহারী, এস এম রাকিবুল হাসান রাসেল ও মাদ্রাসানূরীয়া কমপ্লেঙের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। সভাপতি বলেন, শিশুকিশোরদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বইমুখী প্রজন্ম গড়তে পারলেই আলোকিত মানুষ গড়ে তোলা সম্ভব হবে। শিক্ষক কর্মশালার মাধ্যমে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাব্যবস্থার জাতীয়করণ চায় ঐক্য পার্টি
পরবর্তী নিবন্ধদরবারে জিলানী শরীফে মিরাজুন্নবী মাহফিল