মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর বৃক্ষরোপণ কর্মসূচি

| মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

মাদ্রাসাগাউসুল আযম মাইজভাণ্ডারীর বৃক্ষরোপণ কর্মসূচি গত ৫ আগস্ট উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. জিয়াউল আহসান। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী, ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম রেজা, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ বদিউজ্জামান মাইজভাণ্ডারী, অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাসেম, অধ্যক্ষ আবু মোহাম্মদ, বখতপুর দায়রাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটন কুমার দে, অধ্যাপক ড. নিজামউদ্দিন জামি, অধ্যাপক মুহাম্মদ তাজুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য জহাঙ্গীর আলম, নাজিম উদ্দিন, শাহনাজ খানম, রফিক উদ্দিন, মুজিবুল হক, উম্মুল ওয়ারা, নুরুল করিম, সবুজ চন্দ্র, দিদারুল আলম, মো. হোসাইন প্রমুখ। অতিথিবৃন্দ মাদ্রাসা ভবনের সামনে ফলজ, ওষুধিসহ বিভিন্ন জাতের চারা রোপণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকৃষক হত্যার ১০ বছর পর এক জনের আমৃত্যু, ২ জনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের পক্ষে বনানী কবরস্থানে দোয়া মাহফিল