মাদ্রাসায় ছাত্রকে নিপীড়ন, শিক্ষককে ধরে পুলিশে দিল জনতা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন ওমরশাহ পাড়ায় অবস্থিত ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসার এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিষ্ঠানটির এক শিক্ষককে আটক করা হয়েছে। গত রোববার রাতে স্থানীয়রা শিক্ষক ওমর ফারুককে (৪২) আটক করে পুলিশের হাতে তুলে দেন।

বন্দর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষক তারই প্রতিষ্ঠানের হেফজ বিভাগের এক ছাত্রকে (১৪) একাধিকবার বলাৎকার করেছেন। সর্বশেষ গত ২৪ জুলাই এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ২৭ জুলাই রাতে পরিবারকে বিষয়টি জানালে তারা শিক্ষককে আটক করেন।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধ স্বীকার করেছেন। মাদ্রাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তার প্রমাণ পাওয়া গেছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। শিশু নির্যাতন সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অনুরূপ অভিযোগ উঠলেও মাদ্রাসা কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এবার সিসিটিভি ফুটেজের প্রমাণ পাওয়ায় ঘটনাটি প্রকাশ্যে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধএকমত হতে বাধ্য করা হলে মানা সম্ভব না : সালাহউদ্দিন
পরবর্তী নিবন্ধ২৯ জুলাই : লাল কাপড় বেঁধে প্রতিবাদ শুরু করেন আন্দোলনকারীরা