ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসায় আরবি ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার চর্চা করা উচিত। এটি শিক্ষার্থীদের জন্য দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে এবং তাদের বিশ্ব পরিমণ্ডলে আরও বেশি উপযোগী করে তুলবে।
উপদেষ্টা গতকাল মঙ্গলবার পটিয়া শাহচান্দ আউলিয়া মাদ্রাসা পরিদর্শন শেষে সভাকক্ষে শিক্ষক–শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমরা চাই এ ধরনের মাদ্রাসা থেকে মেধাবী শিক্ষার্থীরা উঠে আসুক, আরবি ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা জানা থাকলে কর্মসংস্থানের সুযোগ বহুগুণে বৃদ্ধি পায়। মাদ্রাসার শিক্ষার্থীরা ইংরেজি ভাষা শিখলে ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, তথ্যপ্রযুক্তিবিদ সহ বিভিন্ন পেশায় নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে। সভায় সরকারি কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। খবর তথ্য বিবরণীর। প্রেস বিজ্ঞপ্তি