মাদ্রাসার নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৫:১৭ পূর্বাহ্ণ

পটিয়ায় একটি মাদ্রাসার নাম পরিবর্তন ও দখলকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল ষাটোর্ধ্ব এক বৃদ্ধের। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আশিয়া মোল্লাপাড়া আহমদিয়া ফোরকানিয়া মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা রুহুল আমিন চৌধুরী (৬৫)। তিনি ওই এলাকার মৃত শফিউর রহমান চৌধুরীর পুত্র। আহত অবস্থায় বৃদ্ধ রুহুল আমিনকে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে উপজেলার আশিয়া ইউনিয়নে আহমদিয়া ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন রুহুল আমিন। এতে ভূমিদাতা ছিলেন রুহুল আমিন, কবির আহমদ ও নুরুল আমিন। মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ইবতেদায়ী মাদ্রাসা হিসেবে স্বীকৃতিও পায়। এর মধ্যে একই এলাকার মো. জামাল উদ্দিন, কামাল উদ্দীন ও জালাল উদ্দীন মাদ্রাসার নাম পরিবর্তন করে তাদের পারিবারিক সদস্য কবির-জরিনা মাদ্রাসা নামকরণ করেন। এ নিয়ে এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল সকালে
মাদ্রাসার নাম পরিবর্তন ও জায়গা দখলের ঘটনায়
স্থানীয়ভাবে বৈঠকও ছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডাও হয়। এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা রুহুল আমিনকে প্রতিপক্ষের লোকজন ধাক্কা দেন বলে তার চাচাতো ভাই মো. নাসির হায়দার অভিযোগ করেন। তবে স্থানীয় ইউপি সদস্য আহমদ নুর বলেন, মাদ্রাসার নামকরণ ও জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকালও উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে বৈঠক ছিল। এতে কথা কাটাকাটির সময় সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। রুহুল আমিন হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে পটিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, মাদ্রাসার নামকরণ নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল উভয় পক্ষের বাকবিতন্ডা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা রুহুল আমিন ঝগড়া থামাতে গিয়ে এক পর্যায়ে মাটিতে পড়ে যান। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিক্ষোভ মানববন্ধন আজ গণঅনশন
পরবর্তী নিবন্ধচিনির বাজার নিম্নমুখী