মাদ্রাসায় যাওয়ার পথে ব্যাটারি রিকশার ধাক্কা,ভাঙল শিশুর পা

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা পড়ুয়া এক শিশু আহত হয়েছে। গতকাল সোমবার সকালে রায়জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আহত শিশু জেরিন সুলতানা মারিয়া () দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ডস্থ রায়জোয়ারা গ্রামের মুহাম্মদ হারুন রশিদের মেয়ে। সে দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। গতকাল সকাল সাড়ে নয়টার সময় পরীক্ষা দিতে মাদ্রাসায় যাওয়ার পথে রায়জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল গফুর রব্বানী জানান, রিকশার ধাক্কায় জেরিন মারাত্মকভাবে আহত হয় এবং তার একটি পা ভেঙে গেছে। সে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ
পরবর্তী নিবন্ধরাস্তা ও নালার উপর দোকান বসিয়ে ব্যবসা চসিকের জরিমানা