ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার মার–এ–লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন। খবর বিডিনিউজের।
এসময় তিন ইঙ্গিত দেন, ভেনেজুয়েলার উপকূলের কাছে জব্দ করা ট্যাঙ্কারগুলোর তেল যুক্তরাষ্ট্র চাইলে রেখে দিতে বা বিক্রি করে দিতে পারে। রয়টার্স লিখেছে, মাদুরোর ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়া প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারের অভিযোগে বিভিন্ন জলযানে অন্তত ২৬ বার সামরিক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হয় এটি (ক্ষমতা ত্যাগ) করা তার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তবে তিনি কী করবেন, তা তার ওপরই নির্ভর করছে। আমরা দেখব শেষ পর্যন্ত কী হয়। তিনি আবারও সতর্ক করে বলেন, “তিনি যদি কঠোর হওয়ার চেষ্টা করেন, তবে সেটাই হবে তার শেষ কঠোরতা দেখানোর সুযোগ। সংবাদ সম্মেলনে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর কঠোর সমালোচনা করেন ট্রাম্প। মাদুরোর মিত্র হিসেবে পরিচিত পেত্রো সমপ্রতি ভেনেজুয়েলা বিষয়ে ট্রাম্পের নীতির সমালোচনা করেছিলেন।
এর জবাবে ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের বন্ধু নন। তিনি অত্যন্ত খারাপ একজন মানুষ। তার নিজের দিকে নজর দেওয়া উচিত, কারণ তিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠান। ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাংকার প্রবেশ ও বের হওয়ার ওপর গত সপ্তাহেই অবরোধ ঘোষণা করেছেন ট্রাম্প।












