মাদার্শা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

হাটহাজারীর মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপাল চন্দ্র শীল এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টেকনোলজি অনুষদের ডীন ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুরুল আলম মফিজ। উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরী। প্রধান অতিথিকে স্কাউট সম্মাননা প্রদান করেন স্কাউট শিক্ষক কামাল হোসেনের নেতৃত্বে স্কাউট দল। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিপিএড শিক্ষক জমির উদ্দীন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক ফয়েজ উল্লাহ শাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে নুরুল হুদা কাদেরী স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধক্লিফটন গ্রুপের বার্ষিক ক্রীড়া উৎসবের গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন