মাদারবাড়ী শোভানীয়া ক্লাবের জয়

৩য় বিভাগ ফুটবলের প্লে অব ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৩ মে, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

সিজেকেএএস-সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগের প্লে অব ম্যাচ গতকাল রোববার থেকে শুরু হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম প্লে অব ম্যাচে জয় পেয়েছে মাদারবাড়ী শোভানিয়া ক্লাব। তারা টাইব্রেকারে ৩-০ গোলে সাউথ এন্ড ক্লাবকে পরাজিত করে। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। ফলে পূর্বে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী খেলা টাইব্রেকারে গড়ায়। এতে মাদারবাড়ী শোভানিয়া ক্লাবের প্রথম তিনটি শট জালে জড়ালেও সাউথ এন্ড ক্লাব কোন গোল পায়। তাদের তিনটি শটের প্রথম দুটি কিপারের গায়ে যায়। তৃতীয় শটটি যায় বারের বাইরে দিয়ে। শোভানীয়া ক্লাবের মিসবাতুল ইসলাম,তাসদিদ এবং রবিউল হোসেন ফাহিম গোল করেন। এর আগে নির্ধারিত সময়ে দু’দলই সমান তালে খেলে। উভয় দল গোলের দু’একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। আবার সাউথ এন্ড ক্লাবের একটি এবং শোভানীয়া ক্লাবের দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ফলে নির্ধারিত সময়ে খেলার মিমাংসা হয়নি। আগামীকাল ২৪ মে দ্বিতীয় প্লে অব ম্যাচে অংশ নেবে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা এবং সাউথ এন্ড ক্লাব। এদিন বিকাল ৩.৩০টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দাবা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধটেস্টে ফিরলেন মোস্তাফিজ উইন্ডিজ সফরে বাংলাদেশ দলের নাম ঘোষণা