মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গতকাল ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন লিটন সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহআলম। বিশেষ অতিথি ছিলেন শোভনীয়া ফুটবল একাডেমির সভাপতি ও সিজেকেএস কাউন্সিলর লায়ন এম এ মুসা বাবলু, হারুনুর রশিদ, আফসার উদ্দিন,মোহাম্মদ আলমগীর, সালাউদ্দিন জাহেদ। খেলায় ক্যারম একক প্রতিযোগিতায় মোহাম্মদ ইউসুফকে হারিয়ে চ্যাম্পিয়ন হন আমিনুল ইসলাম আজাদ, ক্যারম ডাবলসে মো. আলাউদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ ওমর ফারুককে পরাজিত করে চ্যাম্পিয়ন হন ওয়াসিম হাসান ও মো. সজিব, দাবায় আব্দুল মান্নানকে হারিয়ে চ্যাম্পিয়ন হন আমির হোসেন মানিক, লুডু খেলায় মাহবুব ও মুক্তার হোসেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন শাকের ও শাহজাহান। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মো. আব্দুল আজিজ, ফারুক রানা, রাসেল রাজু, আব্দুল হামিদ নয়ন, আরাফাত আমজাদী, রিজভী হাসান সানি, মোহাম্মদ ইসমাইল,মো. আলাউদ্দিন, মিনহাজ মাসুম,রাশেদ খান মিলন, মো. ফয়সাল, আব্দুল হামিদ জনি, সাইমন আহমেদ শাহেদ, ওয়াহিদুল আলম অভি, মোহাম্মদ নুরুদ্দিন, মো. মাকসুদ,আরিফুল ইসলাম মারুফ মো. ইমন, মো. শহীদ,রাব্বি, মান্না, আলামিন। প্রেস বিজ্ঞপ্তি।