মাদারবাড়ী শোভনীয়া ক্লাব এর কার্যনির্বাহী কমিটির সভা ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন আবদুল আজিজ, আলাউদ্দীন ভূইয়া, আরাফাত আমজাদী, রাসেল রাজু, আবদুল হামিদ নয়ন, মোহাম্মদ ফয়সাল, রিজভী হাসান সানি, আবদুল হামিদ জনি, সাইমুন আহমেদ সাহেদ, ওয়াহিদুল আলম অভি, মারুফ, ইমন। সভায় অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য ১৬টি ফুটবল একাডেমিকে চুড়ান্ত করা হয়। চূড়ান্ত দলসমূহের খেলোয়াড় বাছাই নিম্নলিখিত তারিখে অনুষ্ঠিত হবে। ২৭ ফেব্রুয়ারি ১০টায় বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমি, ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় পটিয়া আব্দুস সোবাহান ফুটবল একাডেমি, দুপুর ২ : ৩০টায় কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, ১ মার্চ ঢাকা নবাবগঞ্জ ফুটবল একাডেমি, ২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জালালি ফুটবল একাডেমি, ৩ মার্চ সকাল ১০ টায় খাগড়াছড়ি মানিকছড়ি ফুটবল একাডেমি, দুপুর ২টায় হাটহাজারী খেলোয়াড় সমিতি ফুটবল একাডেমি, ৪ মার্চ ১০টায় রাউজান কদলপুর ফুটবল একাডেমি, দুপুর ২ : ৩০টায় চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি, ৫ মার্চ সকাল ১০টায় সীতাকুণ্ড যুব কিশোর ফুটবল ট্রেনিং একাডেমি, দুপুর ২টায় পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি, বিকাল ৫টায় হালিশহর নেমা ফুটবল একাডেমি, ৬ মার্চ কক্সবাজার রামু ফুটবল ট্রেনিং একাডেমি, ৭ মার্চ আনোয়ারা ফুটবল একাডেমি ও দুপুর ২টা শিকলবাহা স্পোর্টস একাডেমি।