মাদারবাড়ী রোডে ডাম্প ট্রাক চলাচল নিষেধের দাবিতে মানববন্ধন

| রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

মাদারবাড়ী রোডে ডাম্প ট্রাক চলাচল নিষেধ ও সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে মাদারবাড়ী ওয়ার্ড নাগরিক সমাজের উদ্যোগে মাদারবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সড়ক ও পরিবেশ সুরক্ষা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ফরহান আহমদের সভাপতিত্বে এলাকার সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, সদরঘাট থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর কবরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির শ্রদ্ধা নিবেদন
পরবর্তী নিবন্ধব্রাদার্স ইউনিয়নের টানা দ্বিতীয় জয়