মাদারবাড়ী রোডে ডাম্প ট্রাক চলাচল নিষেধ ও সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে মাদারবাড়ী ওয়ার্ড নাগরিক সমাজের উদ্যোগে মাদারবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সড়ক ও পরিবেশ সুরক্ষা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ফরহান আহমদের সভাপতিত্বে এলাকার সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, সদরঘাট থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












