মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাবের এক সভা ক্লাবের সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে চলতি সিজেকেএস ও সিডিএফএ আয়োজিত ২য় বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণকারী মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাবের ২য় বিভাগ ফুটবল লীগ কমিটি গঠন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মোঃ ইকবাল হোসেনকে চেয়ারম্যান, আকতার হোসেন জ্যাকিকে ম্যানেজার, আলী নেওয়াজকে সম্পাদক, হাসান রব্বানী সুজিত, শরীফ আহমদকে কো-চেয়ারম্যান, মোঃ জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন সোহেল, এম এ মুসা বাবলু, মোঃ জসিম, মোঃ নাসির, আবু সামাদ, আবুল হাসনাত, মোঃ আব্দুল মতিন, মোঃ রবিউল হোসেন, বশর আহমদ মানিক, আবু ফয়সাল, মোঃ আরিফুল ইসলাম, হাসান সোহেল, মোয়াজ্জেম হোসেন লাভলু, শাহরিয়ার হাসান, হুমায়ুন রশিদ রাসেল, মোঃ ফরহান হামিদ, মোঃ জাফর ইকবাল, নঈমুল হক শুভ, আজিজুল হাকিম ইমরান, আরিফ মোহাম্মদ অনিক, আশরাফ হোসেন মুক্তার, তৌসিফ রিদুওয়ান, মোঃ মনজুর আলম ও জোবায়ের খানকে সদস্য মনোনিত করা হয়।
সভায় বক্তারা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২২ এ মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাবের সফলতা কামনা করেন।