মাদারবাড়ী ডেয়ারডেভিলস ক্লাবের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

মাদারবাড়ি ডেয়ারডেভিল ক্লাব আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত বৃহষ্পতিবার রাতে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে মাসুম একাদশকে ১৮ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে শফিক আহমেদ স্মৃতি সংষদ। খেলা শেষে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নূর জাহেদ বাবলু পরিচালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৯ নং ওর্য়াড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, এশিয়ান গ্রুপের ডিএমডি ওয়াসিফ আহমেদ সালাম, দৈনিক পূর্বদেশের ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নাছির মিয়া, মাদারবাড়ী উদয়ন সংঘের সাধারণ সম্পাদক নুরুল আমিন, শাহ আমানত অয়েল মিলস ব্যবস্পনা পরিচালক আকতার হোসেন জেকি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফিসহ নগদ ৩৫০০০ টাকা আর রানার্স আপ দল ট্রফি সহ নগদ ২০০০০ টাকা অর্থ পুরষ।কার লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিন হন বিজয়ী দলের শাওন। ম্যান অব দ্য টুর্ণামেন্ট মাদারবাড়ী গেইম সুইঙ্গারের আরজু । দুজনকে দেওয়া হয় ট্রফি সহ নগদ ৩৫০০ টাকা । সেরা ব্যাটসম্যান মাঝিরঘাট ইয়ুথ ক্লাব এর ফাহিম ট্রফিসহ নগদ ২০০০ টাকা, সেরা জার্সি কদমতলী ফাইভ বন্ডস ট্রফিসহ নগদ ২০০০ টাকা, সুশৃঙ্খল দল লিজেন্ড অব চিটাগাং পটিয়া ট্রফি সহ নগদ ২০০০ টাকা, সেরা বোলায় মাসুম একাদশ এর আল-আমিন ট্রফিসহ নগদ ১৫০০ টাকা, সেরা ফিল্ডার শফিক আহমেদ স্মৃতি সংসদের শাওন ট্রফিসহ নগদ ১৫০০ টাকা, উৎসাহিত পুরস্কার প্রতিবন্ধী ক্রিকেটার মাদারবাড়ী টেন ফাইটার্স এর হাসান ট্রফিসহ নগদ ১০০০ টাকা লাভ করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলী নেওয়াজ, মঞ্জু, জিতু, রবিন, এলিন, সীমান্ত, তাজেল, আজিজ, রিদয়, সাকিব, ইমন, নাজমুল, ঈশান, মাহাদী, তানভীর, তুষার, রাফি, তৌসিফ, অয়ন, আকাশ, সাজিদ, রিয়াদ, রিচ, আয়াজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকারাতে ফেডারেশনে নির্বাচনে জয়ী চট্টগ্রামের তিন কর্মকর্তা
পরবর্তী নিবন্ধ‘পুতিন নিজের খোঁড়া গর্তে পড়েছে’