মাদারবাড়ী এলাকায় সুবিধাবঞ্চিত ২৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী

মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগ

| সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

পবিত্র আশুরা উপলক্ষে মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে মাদারবাড়ী এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গত শুক্রবার মরহুম সেকান্দর হোসেন মিয়ার বাড়ির সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সফিক আহমদ বড় মিয়া। যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সহসভাপতি শেখ মাহমুদ সুলতান, লোকমান আজাদ, দানু মিয়া, মঞ্জুরুল ইসলাম মন্টু, এম জাহাঙ্গীর আলম, মো. ইদ্রিস, ফয়েজুর রহমান, আজিজুর রহমান, রহমান হাবীব, আবদুর রহমান, সামসুল আলম, ইকবাল হোসেন, আলী নেওয়াজ প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন আনিস আহমেদ, মো. আশরাফুজ্জামান, নওশের আলী, সিরাজউদ্দৌলা, আবদুল কাদের, আবদুল করিম, আবদুল মান্নান, আবদুল কাইয়ুম, আবদুল মোতালেব মুন্সী, মনির হোসেন, জসিম উদ্দিন, শওকত আলী, নজরুল ইসলাম, সোহেল ইসলাম, ফেরদৌস, সাজ্জাদ হোসেন, রবিউল হোসেন, মো. বাবুল, আবুল কালাম আজাদ, শিপলু, হাসমত আলী, আলমগীর, দিদার, মঞ্জু, আসিফ আলভী, নুরুল আবছার লিটন, সোহেল আরমান, অনিক, আকতার মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শেষে এলাকার সুবিধাবঞ্চিত ২৫০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, মুরগী প্রভৃতি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়। মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ এ ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাইরে থেকে স্যালাইন কিনতে পারবে সরকারি হাসপাতাল : স্বাস্থ্যের ডিজি
পরবর্তী নিবন্ধদরবার এ বেতাগী আস্তানা শরীফে বৃক্ষরোপণ কর্মসূচি