জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশনের আয়োজনে ২৪ অক্টোবর পশ্চিম মাদারবাড়ীতে ঈমানী সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি শাহীন হামিদ ইব্রাহিমের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। প্রধান আলোচক ছিলেন আল্লামা মুফতি রেজাউল কাওসার, বিশেষ আলোচক শায়েব ক্বারী আল্লামা নূরুল্লাহ মুজাদ্দেদী, আব্দুল কাদের ইব্রাহিম, শরিফ আলী আহমেদ ফাত্তাহ, সাবের আলী আহমেদ সাব্বাহ, সোহেল আহমেদ, মোহাম্মদ হাসান, মোঃ সেলিম, নুরুল আফসার, শাহজাহান আমিরী, মালেক, মুন্না, ইয়াকুব রানা, সুমন, তাহের, হোসাইন কুতুবী, বেলাল, জাহাঙ্গীর প্রমুখ। এতে প্রধান মেহমান বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুল ই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুল ই সমগ্র মানবমন্ডলীর জন্য সকল জ্ঞান–বিজ্ঞান, সকল গুণ, সকল কল্যাণের উৎস। প্রেস বিজ্ঞপ্তি।












